EARN MONEY

2captcha

বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০১৫

MS Word-2007 এর Advanced Page Setup

আজকে আমরা আলোচনা করবো কিভাবে মাইক্রোসফট্‌ অফিস ওয়ার্ড ২০০৭ এর Advance page setup করা যায়? 
প্রথমেই বলে রাখি সাধারণত office program এ page setup করাটা খুবই গুরুত্বপূর্ন একটা কাজ। আর তা যদি সঠিকভাবে না হয় তবে প্রিন্ট আউট করলে লেখাগুলো ঠিকমতো আমরা পাবোনা।
চলুন শুরু করা যাক---
Page Setup এর জন্য মনে রাখুন তিনটি প্রধান কাজ থাকে
১। Page এর মার্জিন কত হবে? (top, bottom, left & Right) আমি ব্যাক্তিগতভাতে চতুর্দিকে 1" (2.54 cm) করে।
২। Page এর Orientation কেমন হবে? Landscape বা Portrait
৩। Page টি কোন সাইজের হবে? A4, Letter, Legal or কি সাইজ।

এইতিনটি কাজ হলো বেসিক এবং গুরুত্বপূর্ন কাজ।
কখন কখন একটি ডকুমেন্টে কাজ করা অবস্থায় একই ডকুমেন্টের ভিন্ন ভিন্ন পেজে ভিন্ন ভিন্ন মার্জিন, অরিয়েনটেশন এবং সাইজ দরকার হয়ে পরে।
নিচের Snapshot টি লক্ষ্য করেন..... 
  এখানে দেখানো হয়েছে একটি ডকুমেন্টে Portrait & Landscape setup করে।
চলুন আমরা একই সাথে শুরু করি...
প্রথমেই একটি নতুন word ফাইল open করুন===>
ছবির মত করে প্যাজ Layout মেনুতে click করুন --

 
এবার ছবির মত করে Breaks click===> 
Section Breaks থেকে Next Page ক্লিক করুন===> page setup Dialog box open করুন 
নিচের Page Setup Dialog box লক্ষ্য করুন==> 

 চিহ্নিত বিষয়গুলো লক্ষ্য করে কাজ করুন... 
=> Margins option থেকে page এর মার্জিন নিশ্চিত করুন আপনার মনের মত করে। 
=> Orientation option থেকে Landscape ক্লিক করুন 
=> Apply to option থেকে This point Forward নিশ্চিত করুন 
=> চুড়ান্তভাবে Paper Tab ক্লিক করে মনের মত Paper Size দিয়ে ok click করুন। 
এবার আপনার কাজ হয়ে গেছে............। 


*******************ধন্যবাদ******************* 


কোন মন্তব্য নেই: